রূপ ও লাবণ্য

চুলের কাট

ঈদ ঘিরে প্রস্তুতির শেষ নেই পায়ের নখ থেকে একেবারে চুলের ডগা অবধি শুরু হয়ে গেছে পরিচর্যা চুলকে সুন্দর করে সাজাতে চাইলে এখনই করুন কাটছাঁট যাঁদের চুল তুলনামূলক ছোট বা মাঝারি বলা যায়, তাঁদের চুলের কাটটা কেমন হবেতাই নিয়ে বলেছেন হেয়ারোবিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিনচুলের কাটে এখন একটু ছোটই পছন্দ করছেন সবাই ছোট চুলে ফ্যাশনটা জনপ্রিয়তা পাওয়ার কারণ একে বাঁধা কিংবা খোলা রাখা দুটোই সহজ সুন্দর একটা কাট দিয়ে সহজেই আপনার চেহারায় পরিবর্তন আনতে পারেন তা ছাড়া গ্রীষ্মপ্রধান আমাদের দেশে বড় চুলের ঝক্কি-ঝামেলার চেয়ে ছোট চুল রাখা খুবই আরামদায়ক

চুলের কাটের আগে জেনে নিন হাল ফ্যাশনের চুলের কাট সম্পর্কে
একেবারে ছোট চুলের ফ্যাশনের কথা বললে একবাক্যেই বলা যায় বব হেয়ারকাট নব্বইয়ের দশকে এটি ছিল জনপ্রিয় হেয়ার কাট

ঘরে-বাইরে যেকোনো ৎসবে এটি খুবই সহজে মানিয়ে যায় তবে যাঁরা এতটা ছোট করতে চান না চুল, তাঁদের জন্য সময়কার জনপ্রিয় চুলের ফ্যাশন হচ্ছে পিক্সি কাট যদিও চুলের কাটটি ষাটের দশকের তবে আবারও ফিরে এসেছে ফ্যাশনেবল তরুণীদের মধ্যে সময়ের আরও একটি হেয়ার কাট হচ্ছে শ্যাগ ঘাড় অবধি নেমে যাওয়া চুলগুলো কাটা হয় ধাপে ধাপে তা ছাড়া বর্তমানে কিছুটা কোঁকড়া ঢঙের চুলের কাটের ব্যবহারও দেখা যাচ্ছে চলছে সামার কাটও, যেখানে পেছনের ছোট চুল ক্রমান্বয়ে সামনের দিকে বড় হতে থাকে
এসব কাটের পাশাপাশি সব বয়সীর মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে লেয়ার কাট শর্ট কিংবা লংদুই রকমই কাটা হয় তরুণীদের মধ্যে ব্যাংকস কাটের ব্যবহারও বহুল ছাড়া ভলিয়ম লেয়ার, ইউ কাটও চলছে এখন চুলের নতুন রূপ দেওয়ার আগে খেয়াল রাখুন কয়েকটি বিষয়

ছোট কিংবা মাঝারি যে রকমই রাখুন না কেন, আর তাতে যে কাটই দিন না কেন, তার আগে একটু ভেবে নিন, চুলের সেই রূপটি আপনার ব্যক্তিত্বের সঙ্গে যায় কি না
আপনার চেহারার গড়নের দিকটি মাথায় রাখুন যাঁদের মুখ গোলাকৃতি এবং উচ্চতা ভালো, তাঁরা সামার কাট করতে পারেন যাঁদের মুখ চাপা, তাঁরা করতে পারেন ভলিয়ম লেয়ার অথবা শ্যাগ কাট
যাঁদের চুল কোঁকড়া, তাঁদের স্টেপ কিংবা ভলিয়ম কাট না নেওয়া ভালো তাঁরা চুলটা সমান দৈর্ঘ্যে ইউ বা লেয়ার করতে পারেন

সব বয়সীর জন্যই লেয়ার কাট ইউ কাটটি মাধুর্যপূর্ণ
তরুণীরা পেছনে লেয়ার বা স্টেপ করে সামনে ব্যাংকস রাখতে পারেন
যাঁদের চুল বড়, তাঁরা হঠা করেই ছোট করবেন না একটু মাঝারি একটা কাট দিন প্রথমে তারপর ছোট কোনো কাটে যান
আপনার চুলের কাট দেওয়ার সময় খেয়াল রাখুন, আপনার মুখমণ্ডলের সঙ্গে এটি যেন যায়
চুল প্রথমে অল্প কাটতে বলুন আয়নায় ভালোভাবে লক্ষ করুন, আপনাকে ভালো দেখালে তারপর সে কাটটির স্থায়ী রূপ দিন
চুলের সবচেয়ে সরল সাজ হলো সমান চুলে আপনি চাইলে পুরো চুল সমান মাপে কেটে নিতে পারেন এতেও দেখতে মন্দ লাগার কথা নয়
চুলের শুধু কাট দিলেই হবে না সেই কাট করা চুল সুন্দরভাবে রাখতেও হবে চুল কাটার সময়ই জেনে নিন এর পরিচর্যা কেমন হবে একেক কাটের ক্ষেত্রে পরিচর্যা একেক রকম হবে জেনে নিন সেটিও নয়তো আপনার চুলের কাট একেবারেই বেমানান লাগবে
ঈদের দিনে সুন্দর চুলের জন্য সুন্দর কাট বেছে নিন আজই তারপর করুন এর পরিচর্যা ঈদের সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হোক আপনার চুল